রিং লাইট ব্যবহার না করে কিভাবে ভিডিওতে রিং লাইট এড করবেন? ভিডিও এডিট

 আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের দারুন একটি টিউটোরিয়াল শেখাবো।

আপনারা অনেকেই টিকটক ভিডিও তৈরি করেন বা অনেকে তৈরি করতে চাচ্ছেন। তার জন্য প্রথমে আপনি মনে করেন একটি রিং লাইট কিনবো। কিন্তু আমি এই আর্টিকেলে আপনাদের শিখিয়ে দেব। কিভাবে রিং লাইট না ব্যবহার করে ভিডিওতে রিং লাইট এড করবেন।তো ভালো করে সবাই পড়ুন তাহলে বুঝতে পারবেন।



আপনারা অনেকেই টিকটক ভিডিও তৈরি করেন বা অনেকে তৈরি করতে চাচ্ছেন। তার জন্য প্রথমে আপনি মনে করেন একটি রিং লাইট কিনবো। কিন্তু আমি এই আর্টিকেলে আপনাদের শিখিয়ে দেব। কিভাবে রিং লাইট না ব্যবহার করে ভিডিওতে রিং লাইট এড করবেন।তো ভালো করে সবাই পড়ুন তাহলে বুঝতে পারবেন।

১) প্রথমে আপনার মোবাইলে ক্যপকাট নামক একটা এপ্স ইনষ্টল করুন ।যেটা গুগল প্লে স্টোর এ পেয়ে যাবেন।

২) এপ্সটি ওপেন করে নিউ প্রজেক্ট এ ক্লিক করুন।

৩) আপনি যে ভিডিওতে রিং লাইট এড করবেন সেই ভিডিওটি এড অপশনে ক্লিক করে এড করুন।

৪) ভিডিওটির লেয়ারের উপর চাপ দিন। তারপর ভিডিওটির শেষে দেখবেন ক্যপকাট এর একটি লোগো আছে।সেটার উপর ক্লিক করে নিচে ডিলিট অপশনে ক্লিক করুন।

৫) আবার ভিডিওটির লেয়ারে ক্লিক করুন।নিচে অনেক গুলো অপশন থাকবে। সেগুলোকে বাম দিকে টেনে নিয়ে যাবেন। দেখবেন কপি নামে একটি অপশন আছে।ওইটার উপর ক্লিক করুন।

৬) আবার লেয়ারে ক্লিক করুন। আবার বাম দিকে টেনে overly  নামের অপশনে ক্লিক করুন।

৭)এখন দেখতে পাবেন আপনার ভিডিওটি দুটি হয়ে গেছে। নিচের ভিডিওতে ক্লিক করে প্রথম নিয়ে আসুন।

৮) নিচের ভিডিওতে ক্লিক করুন। নিচে remove background নামের অপশনে ক্লিক করুন।

৯) background remove হয়ে গেলে।Add overly তে ক্লিক করুন।

১০) এবার রিং লাইট এর ফটোটি এড করুন।

১১) আপনার ভিডিওটিতে সঠিক ভাবে বসিয়ে নিন।

১২) এবার রিং লাইট এর ফটোটির উপর ক্লিক করুন। আবার নিচের অপশন গুলোকে বাম দিকে টেনে নিয়ে।leyar নামের অপশনে ক্লিক করে 2থাকবে সেখান থেকে 1করে দিবেন।

তাহলেই আপনার ভিডিওটিতে রিং লাইটটি এড হয়ে যাবে।

13) এবার সেভ অপশনে ক্লিক করে ভিডিওটি সেভ করে নিবেন।

Post a Comment

নবীনতর পূর্বতন